টেকনাফে ৬ জন ভিকটিম উদ্ধার, অস্ত্রসহ মানবপাচারকারী আটক – দৈনিক আজাদী

টেকনাফে ৬ জন ভিকটিম উদ্ধার, অস্ত্রসহ মানবপাচারকারী আটক – দৈনিক আজাদী

কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন মানবপাচারকারী ও ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মানবপাচার চক্রের হাতে আটক থাকা ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন টেকনাফ রাজারছড়া ১নং ওয়ার্ড এলাকার মো. হোছনের পুত্র মো. রুবেল (২০)।

উদ্ধারকৃতদের হলেন, টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের পুত্র রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের পুত্র শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালি ৯নং ওয়ার্ডের রফিকের পুত্র মো. ফয়সাল (১৭), উখিয়া মনখালির মো. ইলিয়াসের পুত্র মো. এহসান (১৬), উখিয়া বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর পুত্র নজিম উল্লাহ (১২), একই ক্যাম্পের জাফর আলমের পুত্র শহিদুল আমিন (১৫)।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে টেকনাফ ২ বিজিবির একটি দল এই অভিযান পরিচালনা করে। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

অভিযান চলাকালে মানবপাচার চক্রের হাতে বন্দী ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক।

উদ্ধারকৃত ভিকটিমরা জানান, রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে ডেকে নিয়ে আটক করা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তিন দিন ধরে তাদের বন্দী করে রাখা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক।

Explore More Districts