লায়নিজমের মূলমন্ত্রই হচ্ছে মানুষের সেবা করা। সেবার মাধ্যমে লায়ন্স সদস্যরা অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করেন। চট্টগ্রামের লায়ন সদস্যরাও সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করে চলেছেন।
গতকাল বোয়ালখালীর সারোয়াতলীর সন্তোষ–রেণুবালা মেমোরিয়ালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
নগরীর লায়ন আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সার্বিক সহযোগিতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন গতকাল সোমবার এই বহুমুখী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
বক্তারা বলেন, এখানে আজ অনেক বড় বড় ডাক্তার এসেছেন। এদের অনেকের সিরিয়াল পেতেও কয়েকদিন লাগে। অথচ লায়ন্স সদস্যদের অনুরোধে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখানে এসে রোগী দেখছেন, ওষুধ দিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এ কাইয়ুম চৌধুরী। অন্যান্যের মধ্যে কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএসটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন জাহাঙ্গীর মিঞা, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন গাউসুল হক চৌধুরী, ক্লাব সভাপতি লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন ইফতেখার উদ্দিন, লায়ন মোহাম্মদ আয়ুব, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন খালেদ রিসাদ উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, ডা. সুলেখা চৌধুরী, ডা. পংকজ কুমার চৌধুরী, ডা. সীমান্ত ওয়ারদ্দার, ডা. জয়ন্তী সরকার, ডা. পুজাঞ্জলি চৌধুরী, ডা. সুভজিৎ চৌধুরী, ডা. রাজশ্রী চৌধুরী, ডা. পলাশ কুমার বিশ্বাস, ডা. মৃত্যুঞ্জয় বড়ুয়া, ডা. পরমোজ্জ্বল চৌধুরী প্রমুখ সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে প্রায় দেড় হাজার মানুষকে বহুমুখী স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ, নাক, কান, গলা বিশেষজ্ঞ, গাইনি ও অবস বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।