সরকারের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট – DesheBideshe

সরকারের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট – DesheBideshe

সরকারের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট – DesheBideshe

জাকার্তা, ২১ অক্টোবর – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টোর ক্ষমতায় এক বছর পূর্তিতে সোমবার (২০ অক্টোবর) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর দুই মাস আগে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের পর এটি ছিল সরকারের বিরুদ্ধে আরেকটি প্রতিবাদ।

প্রায় ৩০০ শিক্ষার্থী হলুদ ও নীল জ্যাকেট পরে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে জড়ো হয়, যেখানে প্রাবোওর মন্ত্রিসভার বৈঠক চলছিল। আগস্টের দেশব্যাপী ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের তুলনায় এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল অনেক কম।

ফ্রি মিল প্রোগ্রাম মানে বিষ! শিক্ষার্থীরা এমন ব্যানার প্রদর্শন করে। যা প্রেসিডেন্টের অন্যতম প্রধান উদ্যোগ বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই কর্মসূচির আওতায় লক্ষাধিক শিক্ষার্থী ও গর্ভবতী নারী খাবার পেলেও সম্প্রতি হাজারো শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়।

জায়াবায়া বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী ছাত্র মাওলানা সাই বলেন, অনেক সমস্যা এখনো রয়ে গেছে, যদিও কিছু উদ্যোগ শুরু হয়েছে। সরকারকে নীতিগত সংস্কার আনতে হবে, বিশেষ করে খাবার কর্মসূচিতে।

গত আগস্টে পুলিশের গাড়ি এক ডেলিভারি ড্রাইভারকে চাপা দিয়ে হত্যার পর বিক্ষোভ তীব্র হয়, যা প্রাবোওর গত বছরের ভূমিধস জয়ী নির্বাচনের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা দেয়।

জনপ্রিয় ছাত্রসংগঠনগুলোর জোট সোমবারের বিক্ষোভের আহ্বান জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টার প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির রাজনীতি বিশ্লেষক ওয়াসিস্তো রাহারজো জাতি বলেন, প্রাবোও সরকারের প্রথম বছরটি বেশ অস্থির ছিল। সরকারের নীতিনির্ধারণে জনঅংশগ্রহণ ও স্বচ্ছতার অভাব স্পষ্ট।

একইদিন প্রাবোও মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ বক্তব্য দেন এবং ফ্রি মিল প্রোগ্রামকে সমর্থন জানিয়ে বলেন, সরকার উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি জানান, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্কুল সুবিধা চালু রাখতে সরকার ব্যয় সংকোচন করেছে এবং কিছু তহবিল শিক্ষা খাত থেকে অন্য খাতে সরিয়ে নিচ্ছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ অক্টোবর ২০২৫



Explore More Districts