কাউখালীতে যুবককে পিটিয়ে হত্যা

কাউখালীতে যুবককে পিটিয়ে হত্যা

কাউখালীতে যুবককে পিটিয়ে হত্যা

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো: আলী (৩০) নামের এক যুবক মারা গেছে। রবিবার রাতে খুলনা ২৫০ শষ্যা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে,আলীকে মৃত ঘোষণা করেন।

নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

জানাগেছে, রবিবার (১৯অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোকে চিৎকার করে আলীকে এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে আলীকে আটক করে বেধড়ক মারধর করেন। এর পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গনপিটুনি দিয়ে আহত করে হাত পা বেধে ফেলে রেখে দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯ টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বাড়ি থেকে ডেকে এনে আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন আত্মীয়স্বজন ।

তবে স্থানীয়রা বলেন, আলী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যলাপের সাথে জড়িত ছিল। শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, গনপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দেই এবং আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মানলা দায়ের করেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।

The post কাউখালীতে যুবককে পিটিয়ে হত্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Explore More Districts