জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই বীরদের উপর পুলিশী হামলা জুলাই যোদ্ধা ও চেতনার প্রতি অবমাননা – দৈনিক আজকের জামালপুর

জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই বীরদের উপর পুলিশী হামলা জুলাই যোদ্ধা ও চেতনার প্রতি অবমাননা – দৈনিক আজকের জামালপুর




জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই বীরদের উপর পুলিশী হামলা জুলাই যোদ্ধা ও চেতনার প্রতি অবমাননা – দৈনিক আজকের জামালপুর


filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 2;
cct_value: 0;
AI_Scene: (200, 0);
aec_lux: 211.35014;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: -1;
weatherinfo: null;
temperature: 44;

মোঃ জুলফিকার আলম : জামালপুর-০১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক দিনে জুলাই যোদ্ধাদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা করে বলেছেন এটি জুলাই আন্দোলনের বীরদের প্রতি অবমাননা এবং জুলাই আন্দোলনের চেতনা নস্যাতের চক্রান্ত। জাতি এ ধরনের ঘৃণ্য অপরাধ সহ্য করবেনা। তিনি গত ১৭ অক্টোবর শুক্রবার দিনব্যাপী বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ও বগারচর ইউনিয়নে গনসংযোগ শেষে সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের উদ্যোগে গোয়ালগাঁও সরকারি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বকশীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিনের সভাপতিত্বে গ্রাম কমিটি গঠন উপলক্ষে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ বিএসসি। অন্যান্যের মধ্য বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, উপজেলা জামায়াত নেতা অধ্যাপক আবদুল আজিজ, হাজী রাসেল মাহমুদ, নুরল ইসলাম, সাইদুর রহমান, মজিবর রহমান, শহীদ আল ইমরান আব্দুল হালিম, হোসাইন আহমদ প্রমুখ। নাজমুল হক সাঈদী আরো বলেন ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে দুই হাজার শহীদের জীবন, অর্ধ লক্ষ আহত জুলাই বীরদের পঙ্গুত্ব বরন ও আহত হওয়ার ঘটনা এজন্যে ঘটে নাই যে এক শ্রেণীর চাপাবাজ দুর্নীতিবাজ, পরীক্ষিত ভারতীয় গোলামদেরকে হটিয়ে দেশের আরেক শ্রেণীর চাঁদাবাজ, দখলবাজ, ভারতের দালাল হতে আগ্রহী ব্যক্তিদেরকে বাংলাদেশের ক্ষমতায় বসাবে। তিনি স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস পর্যালোচনা করে বিভিন্ন সরকার ও নেতৃত্বের ব্যর্থতা তোলে ধরে এর সমাধানে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের জন্যে একবারের জন্যে জামায়াতে ইসলামীকে দেশের দায়িত্ব দিতে জনগণের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ বছরের জন্যে একবার জামায়াতকে ভোট দিন, আমরা আপনাদেরকে দুর্নীতি মুক্ত দেশ উপহার দেবো ইনশাআল্লাহ। সমাবেশে জামায়াতে ইসলামীর পুর্ব গোয়ালগাঁও গ্রামের ৬৯ সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়।


Explore More Districts