চাঁদপুরে পাউবোর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৭টি দোকান আগুনে পুড়ে ছাই

চাঁদপুরে পাউবোর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৭টি দোকান আগুনে পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুঠোফোন টেকনিশিয়ান ও দোকানদার মো. রাশেদ বলেন, ‘যেসব দোকান আগুনে পুড়েছে, এগুলোর মধ্যে তিনটির মালিক ওই এলাকার বিল্লাল গাজী। আমি তাঁর কাছ থেকে আড়াই বছর আগে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে মাসিক আড়াই হাজার টাকায় দোকানটি ভাড়া নিই; কিন্তু আজ অগ্নিকাণ্ডে আমার দোকানসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়েছে।’

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট পাঠানো হয়। তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অবৈধভাবে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমরা সিআইপি বেড়িবাঁধ–সংলগ্ন পাউবোর জায়গায় কোনো লিজ এখন দিচ্ছি না। কারণ, লিজ নিয়ে অনেকেই স্থায়ী স্থাপনা গড়ে তোলেন। যেখানে আগুন লেগেছে, সেটিও আমাদের জায়গা। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Explore More Districts