নকশিকাঁথার মানভেদে মূল্য ৬ হাজার টাকা পর্যন্ত

নকশিকাঁথার মানভেদে মূল্য ৬ হাজার টাকা পর্যন্ত

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং আইইউজিপি প্রকল্পের সহযোগিতায় দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ২৫ জন নারীকে নিয়ে ৭ দিনব্যাপী নকশিকাঁথা সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সাধারণ কাঁথার মূল্য ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু নকশিকাঁথার মানভেদে এর দাম ৬ হাজার টাকা পর্যন্ত হয়। তাই প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা যদি সঠিকভাবে নকশিকাঁথা সেলাই ও তৈরির কৌশল শিখে বাস্তবে তা প্রয়োগ করতে পারে, তাহলে তারা নিজের পরিবারকে যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারবে, তেমনি দেশের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখতে সক্ষম হবে।

কর্মশালার পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, পৌরসভা নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, পৌর প্রশাসক সহায়ক সদস্য ও যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, আইইউজিপি প্রকল্পের পরামর্শক আরিফুর রহমান শিমুল এবং প্রশিক্ষক রাবেয়া আক্তার।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ অক্টোবর ২০২৫

Explore More Districts