রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরে উপজেলা স্লুইচগেইট আলী আহম্মদ মিয়ার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, ভোর ৪টার দিকে বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ারসার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততৎক্ষনে বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আসবাবপত্রের দোকান, কারখানা, কাপড়ের দোকান, মুদি দোকান, ঔষুধের দোকান, চা দোকানে আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, আমরা সর্বহারা হয়ে গেছি, আমাদের আর কিছুই রইল না। পরিবারের একমাত্র রুজির প্রধান উৎস, সেই দোকাগুলো এখন ছাই হয়ে গেছে। আগুন লেগে দোকানগুলো মুহুর্তের মধ্যে ভস্মিভূত হয়ে আমাদের সব শেষ। কোন দোকানের কিছুই রক্ষা হয়নি। এতে আমাদের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

রামগতি ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রামগতি ফায়ারসার্ভিসের সদস্য ও স্থানীয়দের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন করে বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুুত করা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।

 

Explore More Districts