১৯ October ২০২৫ Sunday ৭:৪৭:০১ PM | ![]() ![]() ![]() ![]() |
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের কাজীরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে মারামারি করে কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে।
তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানাজায় রবিবার দুপুর দেড়টার দিকে কলেজ ছাত্রীর মামার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত কলেজ ছাত্রীর মামা কবির হাওলাদার জানান দুপুরে নিজ বাড়িতে গাছের লাকরী কাটতে গেলে প্রতিপক্ষ জাহিদুল ইসলাম, ওমর, সহিদ খান দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে।
তখন আমার মা ও ভাগ্নি কলেজ ছাত্রী লাবনী আক্তার বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মাথায় গুরুতর আঘাত করে। এছাড়াও তিনি জানান আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জোর পূর্বক জমি দখল করে ভোগ করেছেন।
কাজীরহাট থানার তদন্ত কর্মকর্তা দিপঙ্কর রায় বলেন দুপুরে রক্তাক্ত অবস্থায় থানায় আসলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |