এম সাইফুল ইসলাম শাফলুঃ শতাধিক কৃষক উন্নত জাতের ফলজ গাছের চারা ও আধুনিক চাষের প্রশিক্ষণ পেল সখিপুরের তালিম ঘরে
শনিবার(১৮ অক্টোবর) সকালে উপজেলার তালিম ঘরে গ্রিন হেভেন অঙ্গনে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আর, ডি, এস) এর উদ্যোগে “বৃক্ষরোপণ সবুজায়ন এবং ফলের গাছ” বিষয়ক আলোচনা অনুষ্ঠান এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও উন্নত জাতের ফল ও ফসলের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এম এ সামাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আমীন শরীফ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন, আরএমটিপি প্রকল্পের কমসালটেন্ট, বাকৃবির প্রফেসর উজ্জ্বল কুমার নাথ, কনসালটেন্ট মিজানুর রহমান, আরডিএসের প্রধান নির্বাহী অফিসার মো. নূরু উদ্দিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা: এম এ সামাদ বলেন, বৃক্ষ আমাদের অনেক উপকারে আসে, যার মধ্যে প্রধান গুলো হলো: পরিবেশ সুরক্ষায় বৃক্ষ ছায়া, বাতাস শুদ্ধ রাখা, জলবায়ু নিয়ন্ত্রণ, এবং কার্বন ডাই অক্সাইড শোষণে সাহায্য করে। ফলে গ্রীনহাউস গ্যাস কমে পরিবেশ সুস্থ থাকে। জীব বৈচিত্র্য রক্ষায় বৃক্ষ নানা প্রাণী ও পাখির আবাসস্থল সরবরাহ করে, ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
অনুষ্ঠানে প্রশিক্ষিত কৃষকদের মাঝে রাম্বুটান, পারসিমন, লঙ্গান, এভকাডো, এরাবিকা কফি, কাজু বাদাম, চেরি ফল, ডুরিয়ান, সফেদা, শরিফা, আনার (পাকিস্তানী), মাঝেরী, জাম্বুরা, কঠবেল, আতা, মিস্টি তেতুল, মাল্টা, লাল পেয়ারা, ডালিম সহ বিভিন্ন জাতের উন্নতমানের দেশি-বিদেশী ফলের চারা গাছ বিতরণ করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।