উচ্চ আদালত সংস্কার না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না – DesheBideshe

উচ্চ আদালত সংস্কার না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না – DesheBideshe

উচ্চ আদালত সংস্কার না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না – DesheBideshe

নারায়ণগঞ্জ, ১৫ অক্টোবর – নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ই-বেইলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এখনো সংস্কার শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, সংস্কারও ততদিন চলমান থাকবে। এখনো সংস্কার শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, সংস্কারও ততদিন চলমান থাকবে।

তিনি আরও বলেন, এই সরকার মানবিক সরকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সরকার। তাই দেশের বিচার ব্যবস্থায় মানুষের ভোগান্তি কমাতে ই-বেইলবন্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিচার প্রার্থীরা দ্রুত সময় সুফল পাবে।

এর আগে দেশের প্রথম বারের মতো নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড প্রবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। ধীরে ধীরে সারাদেশে এ উদ্যোগ সম্প্রসারণের কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিমউদদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ অক্টোবর ২০২৫



Explore More Districts