রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের গাব গাছের লাঠির বেধরক পিটুনীতে শিশু ছাত্র হাসপাতালে

রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের গাব গাছের লাঠির বেধরক পিটুনীতে শিশু ছাত্র হাসপাতালে

১৬ October ২০২৫ Thursday ১১:৫৬:২৯ PM

Print this E-mail this


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:

রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের গাব গাছের লাঠির বেধরক পিটুনীতে শিশু ছাত্র হাসপাতালে

ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের মধ্য যুগীয় কায়দায় গাবগাছের পিটুনীতে আবু বকর (১২) নামে এক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর থেকে শিশুটি মানসিক ভাবে ভেঙে পরেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গালুয়ার দারুল কুরআন নূরানী কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত আবু বকরকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহত আবু বকর সাতুরিয়ার মিঞা বাড়ি এলাকার মহসিনের ছেলে এবং দারুল কুরআন নূরানী কওমি মাদ্রাসার হাফিজি পড়ুয়া ছাত্র। আহত ছাত্র আবু বকর জানান, মাদ্রাসার শিক্ষক আবু বকরকে বাড়িতে কথা বলতে দিত না। বলত, কথা বললে মায়া বাড়ে। এ কারণে তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছিল। কিন্তু অন্য একটি মোবাইল ফোন থেকে আমার সঙ্গে কথা বলায় শিক্ষক জুনায়েদ ক্ষিপ্ত হয়ে যায়। পরে গাবগাছের লাঠি দিয়ে নির্মমভাবে পেটায়। অভিযুক্ত শিক্ষক জুনায়েদ (২৬) সাতুরিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আহত আবু বকরের পিতা মহসিন জানান, শিক্ষক জুনায়েদকে মারতে অনুরোধ করছি কিন্তু তারপরেও তাকে চরম ভাবে মেরেছে, তার শাস্তি চাই।গালুয়া দারুল কুরআন নূরানী কওমি মাদ্রাসার শিক্ষক জুনায়েদের মতামতের জন্য কল দিলে মোবাইল নম্বর (০১৯১২৩০৪৭৯৪) বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল বোর্ডে মেয়েরা এগিয়ে, ১২ কলেজ পাস শূন্য

এইচএসসি: বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭%, জিপিএ-৫ ও পাসের হার কমেছে

বরিশাল বোর্ডে যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

সমমনা দলগুলোকে ছেড়ে দেওয়ার গুঞ্জন: দলীয় প্রার্থী চায় বরিশালের তিন এলাকার বিএনপি

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬২.৫৭ শতাংশ

Explore More Districts