 
		
		
এম.এ রফিক : জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিঃ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার সেন্ট্রাল হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও জামালপুর সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বাপ্পী। জানা যায় দীর্ঘ ১৮ বছর যাবৎ সুনামের সাথে জামালপুর জেলায় চিকিৎসা সেবা প্রদান করে আসছে জামালপুর সেন্ট্রাল হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও ভালো করার লক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যে হাসপাতালে আইসিইউসহ আধুনিক অপারেশন থিয়েটার, পোষ্ট অপারেটিভ সংযোজন করা হয়েছে। হাসপাতালের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও কেক কাটা হয়।
		
 
				