তিন দিনের মানবিক অভিযান

তিন দিনের মানবিক অভিযান

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর অবশেষে চাঁদপুরে পথকুকুরদের জন্য বহুল প্রত্যাশিত ভ্যাকসিন ও চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর, জেলা প্রশাসন ও চাঁদপুর পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে গত ১০ অক্টোবর শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনের বিশেষ অভিযানে শহরের প্রায় তিন শতাধিক বেওয়ারিশ পথকুকুরকে ভ্যাকসিন প্রদান ও অসুস্থ কুকুরদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন দেশের পরিচিত প্রাণিপ্রেমী সংগঠন ‘রাস্তায় রক্ষাকর্তা (Guardian of the Streets) এর প্রতিষ্ঠাতা আব্দুল কাইয়ুম।

প্রাণীসম্পদ কর্মকর্তার আহ্বানে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় সদস্যের একটি বিশেষ দল নিয়ে চাঁদপুরে এসে তিন দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করেন।

তারা জোরপূর্বক নেট বা ফাঁদ ব্যবহার না করে নয় বরং খাবার ও ভালোবাসার মাধ্যমে কুকুরদের কাছে গিয়ে ভ্যাকসিন ও চিকিৎসাসেবা দেন।

জানা যায় গত শুক্রবার থেকে শহরের বাসস্ট্যান্ড, চিত্রলেখা মোড়, কালী বাড়ি, শপথ চত্বর, কোড়ালিয়া, মিশন রোড, চেয়ারম্যান ঘাটা, ওয়্যারলেস, পুরান বাজার, চাঁদপুর সরকারি হাসপাতাল, নাজিরপাড়া ও ছায়াবাণীসহ শহরের বিভিন্ন এলাকার প্রায় ৪ শতাধিক পথ কুকুরকে ভ্যাকসিন প্রদান এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাসেবা প্রদান করেন তারা।

আর এই মানবিক কার্যক্রমের সার্বিক তদারকি করেন চাঁদপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জকিরময় ভৌমিক।

তিনি জানান, দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও এলাকাতে কুকুরের সংখা বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি অসুস্থ পথকুকুর চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে এমনও অভিযোগ অনেকের। এমনকি এই বিষয়টি নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠে একটি সংবাদ আমাদের নজরে পড়লে, জেলা প্রশাসকের পরামর্শে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে গত তিন দিন ধরে শহরের সর্বত্র পথকুকুরদের টিকাদান ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আমরা চেয়েছি এই কার্যক্রমটি যেন মানবিক ও সংগঠিতভাবে সম্পন্ন হয়, যাতে মানুষ ও প্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত হয়।

প্রাণী প্রেমি আব্দুল কাইয়ুম বলেন, আমরা বিশ্বাস করি, ভালোবাসাই সবচেয়ে বড় চিকিৎসা। ভয় দেখিয়ে নয়, সহানুভূতি দিয়েই পথপ্রাণীদের কাছে যেতে হয়। চাঁদপুরের মানুষের সাড়া ও প্রশাসনের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে।

প্রাণিপ্রেমী স্থানীয় তরুণরাও এতে যুক্ত হয়ে কুকুরদের জন্য খাবার, পানি ও ওষুধ সরবরাহে সহায়তা করেছেন। অনেকে বলেছেন, এতদিন শুধু কুকুরদের কষ্ট দেখেছি, এবার প্রথমবার দেখলাম সবাই একসঙ্গে তাদের পাশে দাঁড়িয়েছে এটাই সত্যিকারের মানবতা।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৪ অক্টোবর ২০২৫

Explore More Districts