বাকেরগঞ্জে পৌর ওয়ার্ড বিএনপি সভাপতিকে অব্যাহতি

বাকেরগঞ্জে পৌর ওয়ার্ড বিএনপি সভাপতিকে অব্যাহতি

১২ October ২০২৫ Sunday ১:৪৪:০৯ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে পৌর ওয়ার্ড বিএনপি সভাপতিকে অব্যাহতি

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাকেরগঞ্জ পৌর শাখার আওতাধীন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন বিপ্লবকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলের একটি বিশ্বস্ত সূত্র জানায়, জামাল হোসেন বিপ্লব দীর্ঘদিন ধরে সংগঠনের গঠনতন্ত্র ও দলীয় আদর্শ লঙ্ঘন করে এমন কিছু কার্যক্রমে যুক্ত ছিলেন যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের জন্য হুমকি স্বরূপ। বিষয়টি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে বাকেরগঞ্জ পৌর বিএনপির এক শীর্ষ নেতা জানান, “দলের শৃঙ্খলা রক্ষায় আমরা কোনো ধরনের গাফিলতি বরদাশত করবো না। দলের ভাবমূর্তি রক্ষা করতে হলে সকলকে দলীয় আদর্শ ও নীতির প্রতি আনুগত্য দেখাতে হবে।”

জামাল হোসেন বিপ্লবকে অব্যাহতি দেওয়ার পর তার স্থলে আপাতত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে জানা গেছে। খুব শিগগিরই নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।

এবিষয় জামাল হোসেন বিপ্লব এর কাছে জানতে চাইলে তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পত্র দেখে আমি জানতে পারলাম আমাকে দলিও পদ থেকে অব্যাহতির দেয়া হয়েছে। তবে আমাকে ইতিপূর্বে কখোনো কোন বিষয়ে দল থেকে নোটিশ করা হয়নি। তিনি আরও বলেন একটা কুচক্রী মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে।

দলীয় পদ থেকে অব্যহতির বিষয়ে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দর বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জামাল হোসেন বিপ্লবকে পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতির পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তবে কেন অব্যহতি দেওয়া হয়েছে সে বিষয় কিছু বলেন নাই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts