মনপুরায় গণসংযোগে যুবদল সাধারণ সম্পাদক নয়ন

মনপুরায় গণসংযোগে যুবদল সাধারণ সম্পাদক নয়ন

১০ October ২০২৫ Friday ৬:৩৬:২৯ PM

Print this E-mail this


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

মনপুরায় গণসংযোগে যুবদল সাধারণ সম্পাদক নয়ন

ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী হিসাবে মনপুরা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে দেখা করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রামনেওয়াজ বাজার, চৌধুরী বাজার, হাজিরহাট বাজার, ফকিরহাট বাজার, মাষ্টারহাট, বাংলাবাজার, সিরাজগঞ্জ বাজার, কোড়ালিয়া ও জনতা বাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নয়ন আগামীর রাষ্ট্র ব্যবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও ৩১ দফা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দাবি করেন। তিনি এ আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে সবার দোয়া চান।

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, অ্যাডভোকেট ছালাহউদ্দিন প্রিন্স, যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম হাফেজ, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব স্বপন মিয়া প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts