আবার শুরু সুইফট–ঝড়, নতুন কোন রেকর্ড গড়লেন গায়িকা

আবার শুরু সুইফট–ঝড়, নতুন কোন রেকর্ড গড়লেন গায়িকা

টেইলর সুইফটের অ্যালবাম আসবে আর রেকর্ড হবে না, তাই কি হয়! যে পূর্বাভাস ছিল, মুক্তির পর সেটা সত্যি করে শুরু হয়েছে টেইলর সুইফট-ঝড়। গত শুক্রবার মুক্তি পেয়েছে গায়িকার দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। মুক্তির পর থেকেই অ্যালবামটি গড়ছে একের পর এক রেকর্ড।

রেকর্ড বিক্রি
অ্যালবামটি মুক্তির পর থেকেই রেকর্ডের পর রেকর্ড গড়ছে। প্রথম তিন দিনেই এটি বিক্রি হয়েছে ৩ লাখ ৪০ হাজার কপি, যা তাঁর আগের দুই অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ ও ‘মিডনাইটস’-এর প্রথম সপ্তাহের বিক্রিকে ছাড়িয়ে গেছে। গত বুধবার বিলবোর্ড জানিয়েছে, মুক্তির প্রথম পাঁচ দিনেই অ্যালবামটি বিক্রি ও স্ট্রিমিং মিলিয়ে ৩ দশমিক ৫ মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে। এর মাধ্যমে সুইফট ভেঙেছেন অ্যাডেলের বহুদিনের রেকর্ড। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম সপ্তাহে অ্যাডেলের অ্যালবাম ২৫ বিক্রি হয়েছিল ৩ দশমিক ৪৮২ মিলিয়ন ইউনিট, যা প্রায় এক দশক ধরে অক্ষত ছিল।

Explore More Districts