কলাপাড়া পৌরশহর নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি ঘর ভস্মীভূত

কলাপাড়া পৌরশহর নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি ঘর ভস্মীভূত

৯ October ২০২৫ Thursday ৮:০০:৩০ PM

Print this E-mail this


কলাপাড়া পৌরশহর নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি ঘর ভস্মীভূত

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের ভাড়া দেওয়া বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে পৌরশহর ওয়ার্ড নং (০২) নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অন্তত ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।এ ব্যাপারে পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল হক পনির জানান, পটুয়াখালী করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.মজিদ হাওলাদারের বাড়ীতে ভাড়াটিয়া ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী একটি অভিজাত তৈরি পোশাক শোরুমের এ ভাড়া বাসায় তাদের কারিগররা বসবাস ও পোশাক তৈরি করত। তবে এ ঘটনা রাতে হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার মোঃ শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনা স্থলে আসি এবং খুবই কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার কারণে জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক, আছাদুজ্জামান খান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts