নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিটে বাঁশবাগানে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিটে বাঁশবাগানে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের

৮ October ২০২৫ Wednesday ১২:২২:৩১ PM

Print this E-mail this


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিটে বাঁশবাগানে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরের পাশে বাঁশবাগানে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন মো. রনি (২৬) নামে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন রনির বাবা মো. হারুন-অর-রশিদ (৫০)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি পেশায় রেন্ট-এ-কার চালক ছিলেন। 

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে আটটার দিকে রনি দেখতে পান ঘরের পাশে বাঁশঝাড়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও কেউ রিসিভ করেনি।

আশপাশের আরও কয়েকজন ফোন দিলেও সাড়া মেলেনি জানিয়ে তিনি আরও বলেন, কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা মিলে আগুন ধরা বাঁশটি কাটতে যান। এসময় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা হারুন ছিটকে নিচে পড়ে প্রাণে বেঁচে গেলেও ছেলে রনি বাঁশ ধরে থাকায় ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লিমা আক্তার জানান, ‘তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।’

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, ‘আমাদের সঙ্গে কথা না বলেই তারা বাঁশ কাটতে গেছেন। আমরা হয়ত অন্য কোনো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম, পরে কাজ শেষে লাইন চালু করেছি। ওই গ্রামের কারও সঙ্গে সরাসরি আমাদের যোগাযোগ হয়নি।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts