- নারায়ণগঞ্জ, ফতুল্লা, লিড, শহরের বাইরে
- ফতুল্লায় নয়নের লাশ উদ্ধার : হত্যার মাষ্টারমাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে
ফতুল্লায় নয়নের লাশ উদ্ধার : হত্যার মাষ্টারমাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে
- আপডেট : October, 8, 2025, 2:36 pm
- 6 ভিউজ
নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক কারবার ও পরকীয়ায় নির্মমভাবে খুন হন নয়ন (৪৯)। ৭ সেপ্টেম্বও মঙ্গলবার দুপুরে কুতুবপুর ইউনিয়নের উত্তর শিহাচর এলাকার তক্কার মাঠ-দেলপাড়া সড়কের দক্ষিন পাশে অবস্থিত মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে নীল রঙের একটি ড্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। যদিও ঘটনার দিন রাতেই হত্যাকান্ডের সাথে জড়িত নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০) তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮) ও পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫) সহ চয়ন (৪০) নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় পরবর্তীতে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল মাষ্টার মাইন্ড খুশি ও শুভ এখনো ধরাছোয়ার বাইরে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত নয়ন ফতুল্লার ননন্দলালপুর এলাকার মোঃ সালামের ছেলে। পেশায় মাদক কারবারি নয়ন একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। প্রায় তিন বছর কারাভোগের পর গত ৮-১০দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে নির্মম হত্যাকান্ডের শিকার হন তিনি। ঘটনায় গ্রেফতার রাসেল ওরফে ঠোঙ্গা রাসেলের সঙ্গে নিহত নয়নের দ্বিতীয় স্ত্রী সাবিনার পরকীয়া প্রেম ছিল বলে পুলিশ জানতে পেরেছে। মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও পরকীয়ার জের ধরেই হত্যাকান্ডটি ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র, গাড়ি ছিনতাইসহ নানা অপরাধে ৮-১০টি মামলা রয়েছে। ৩-৪ বছর আগে নয়ন হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। ঐ মামলায় নয়নের যাবজ্জীবন সাজা হয়। নিহত নয়নের সকল অপকর্মের সাথে জড়িত ছিলো রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫) (গ্রেফতার), চয়ন (৪০) গ্রেফতার)। আর এই চক্রের সাথে রয়েছে ব্যাংক কলোনী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল ও রাজু। এদেরকে সরাসরি শেল্টার দিয়ে আসছে সিহাচর এলাকার দেলোয়ারের ছেলে খুশি ও জাকিরের ছেলে শুভ। গ্রেফতারকৃত চয়ন ও ঠোঙ্গা রাসেলের পক্ষ হয়ে খুশি ও শুভ এই খুনের মাষ্টারমাইন্ড বলে মনে করছেন এলাকাবাসী।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, উদ্ধার হওয়া লাশটি মাদক ব্যবসায়ি মোঃ নয়নের। সে গত ৮-১০ দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে হত্যার শিকার হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। খুনের মোটিভ উদ্ধার এবং হত্যায় জড়িত অন্যদের গ্রেফতার ও লাশের বিচ্ছিন্ন পা দু’টি উদ্ধার করা হয়েছে।

