বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর মাঝ সমুদ্রের নিঃসঙ্গতা— যেখানে একটুখানি সহায়তা মানে জীবন ফিরে পাওয়া— সেই রকমই এক মানবিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (৭ অক্টোবর) কক্সবাজার থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে, বিকল হয়ে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
জানা গেছে, মাছ ধরার উদ্দেশ্যে ৩০ সেপ্টেম্বর মহেশখালী থেকে যাত্রা করে ‘এমভি তাজমিনুর রহমান’ নামের ট্রলারটি। ৩ অক্টোবর তীরে ফেরার পথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে মাঝ সমুদ্রে বিপদের মুখে পড়ে ট্রলারে থাকা জেলেরা। দিন পার হয়, রাত গড়ায়— চারদিকে শুধু জলরাশি, খাদ্য ও পানির হাহাকার।
ঠিক এমনই সংকটময় মুহূর্তে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযান পরিচালনার সময় ট্রলারটির অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে। ট্রলারের কাছাকাছি গিয়ে বিপদ সংকেত পেয়ে জাহাজের সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।
নৌবাহিনীর সদস্যরা ২৬ জন জেলেকে নিরাপদে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেন। পরে উদ্ধারকৃত জেলেরা ও ট্রলারটি নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া সব জেলে মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা ও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে তারা।
এই অভিযানও ছিল সেই দায়িত্বেরই অংশ।
এই উদ্ধার অভিযান শুধু একটি প্রশংসনীয় দায়িত্বপালন নয়, বরং এটি বাংলাদেশের সমুদ্র নিরাপত্তায় নৌবাহিনীর সাহসিকতা ও মানবিক অবস্থানের এক অনন্য উদাহরণ। বিপদের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ও রাষ্ট্রের দায়িত্বকে যথাযথভাবে পালন করার দৃষ্টান্ত হয়ে থাকবে এই ঘটনা।