সাড়ে ৫ মাস কারাভোগের পর জামায়াতে যোগ দিলেন ব্যবসায়ী

সাড়ে ৫ মাস কারাভোগের পর জামায়াতে যোগ দিলেন ব্যবসায়ী

সাড়ে ৫ মাস কারাভোগের পর জামায়াতে যোগ দিলেন ব্যবসায়ী

মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন মো. সাইদুল ইসলাম নামের এক সমাজসেবক ও ব্যবসায়ী। তিনি প্রায় সাড়ে ৫ মাস কারাভোগের পর দলটিতে যোগ দিলেন।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টায় পৌরসভার আইলাপুর গ্রামের তার নিজ বাড়িতে কারামুক্তি উপলক্ষে শুকরানা সমাবেশে জামায়াতের ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দেন।

সদ্য জামায়াতে যোগদানকারি মো. সাইদুল ইসলাম সর্বশেষ সিলেট বড়লেখা ব্যবসায়ী সমিতি ও সিলেট কল্যাণ পরিষদের সহ-সভাপতি এবং গাজিটেকা আইলাপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০২০ সালে পৌরসভা নির্বাচনে মেয়র পদে (স্বতন্ত্র) নির্বাচন করেন। সেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি বয়কট করেন।

এর আগে বড়লেখা পৌরসভা ১ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির ফয়সল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বৃহত্তর গাজিটেকা সাত মৌজার সভাপতি শরফ উদ্দিন লুলু, মাওলানা আব্দুস শুক্কুর, জামায়াতের পৌরসভা সহ-সভাপতি ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক শামসুল ইসলাম, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামায়াত নেতা গুলজার আহমদ ফকু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, জামায়াত নেতা মখলিছুর রহমান, যুব বিভাগের পৌর সভাপতি ছাদ উদ্দিন, বর্ণি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

জামায়াতে যোগাদানের বিষয়ে মো. সাইদুল ইসলাম বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। একটি দল ও গোষ্ঠী আমার জনপ্রিয়তাকে ভয় করে একের পর এক ১১ টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে আমাকে দীর্ঘ সাড়ে ৫ মাস কারাভোগ করিয়েছে কিন্তু জনসাধারণের হৃদয় থেকে আমাকে মুছে ফেলতে পারেনি। জামায়াতে ইসলামী আমাকে সহযোগিতা করেছে, আমার সার্বিক খোজ-খবর নিয়েছে। দলটির নীতি-নৈতিকতার কাছে আমি চিরকৃতজ্ঞ।

তিনি বলেন, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম সমাজে যে অন্যায়, অবিচার, দুর্নীতি, চাদাবাজি আর অনৈতিকতা বাড়ছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে কিছু করতে হবে। আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। এই বিশ্বাস থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আগামীতে আমার অনুসারী আরও ৫ শত যুবক জামায়াতে যোগ দিবেন।

তিনি আরো বলেন, আমি ২০ বছর থেকে জামায়াতে ইসলামীকে ফলো করছি কারণ জামায়াত কোনো চাদাবাজের দল নয়, জামায়াত মজলুম, ন্যায়ের ও সুশৃঙ্খল একটি দল। আমি মনে করি, ইসলামই পারে দেশ ও জাতিকে প্রকৃত অর্থে উন্নতির পথে নিয়ে যেতে। তাই আমি নিজের সামর্থ্য অনুযায়ী জামায়াতে ইসলামী’র প্ল্যাটফর্ম থেকে ইসলাম ও দেশের সেবায় কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বড়লেখা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন বলেন, মো. সাইদুল ইসলাম একজন মজলুম ব্যবসায়ী ও সমাজসেবক দলমত নির্বিশেষে তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন। তার জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে একটি মহল দিনের পর দিন তার বিপক্ষে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘ সাড়ে ৫ মাস কারাবরণ করিয়েছে। তিনি অনেক আগে থেকেই জামায়াতে যোগদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। শনিবার তার নিজ বাড়িতে কারামুক্তি উপলক্ষে শুকরানা সমাবেশ ছিল, সেখানে তিনি ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি- ০১৭৩৭১০৫৪৭৪

Explore More Districts