৭ October ২০২৫ Tuesday ১১:৩৬:৫৬ PM | ![]() ![]() ![]() ![]() |
মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানিক টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মঙ্গলবার ৭ অক্টোবর বিকেল ৪ টার সময় উপজেলার আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় হামলার সাথে জড়িত ৭ জেলেকে আটক করা হয়েছে।আটককৃতরা হলো,আসদ আলী সরদারের ছেলে আব্দুর রহিম (১৮), জাহের সরদারের ছেলে জীবন সরদার (১৯),ইউসুফ ঘরামীর ছেলে মিরাজ(২০),রহিম মাঝির ছেলে সাদ্দাম (২২), আব্দুর বাসেদ নাজিরের ছেলে বরকত উল্লা(১৯), কবির বেপারির ছেলে সুজন(২৩)ও সৈয়ত পাটোয়ারীর ছেলে রায়হান পাটোয়ারী(১৯)।তারা সকলে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার বাসিন্দা। তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম জানান,উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে অবৈধভাবে নদীতে মা ইলিশ শিকারের সময় কয়েকটি মাছ ধরার ট্রলার দেখে অভিযানিক টিম তাদেরকে ধাওয়া করে।এক পর্যায়ে অভিযানিক টিমের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।পরে জেলে ট্রলারের কাছে আসলে দেশিয় অস্ত্র দা ও লোহার সাবল দিয়ে হামলা করে জেলেরা।
এতে তিনিসহ কয়েকজন কোস্টগার্ডের সদস্য আহত হয়েছেন।হামলাকারীদের আটক করে থানায় সোপর্দ করা হয়।এদিকে অভিযানিক টিমের ওপর হামলার ঘটনায় হিজলা থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও মোঃ আলম জানান।মা ইলিশ রক্ষা অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সাইফুল ইসলাম নেতৃত্ব দেন।
উল্লেখ্য:ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |