ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদন্ড

ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদন্ড

৭ October ২০২৫ Tuesday ৬:০১:১০ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদন্ড

ইলিশ সংরক্ষনে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সকাল থেকে জেলা মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযান চলছে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে- গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিন টি নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ। সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৮৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। রাত থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগ প্রশাসন পুলিশের সহযোগিতায় ৪টি মোবাইল টিম অভিযান পরিচালনা করছে।

জেলা মৎস কর্মকর্তা জয়দেব পাল বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষনে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ জেলেকে আটকের পরে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া ৩৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts