বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলার আলোচনা সভা ৫ অক্টোবর রোববার বিকাল ৪টায় চাঁদপুর আল-আমীন স্কুল এন্ড কলেজের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলার প্রধান উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
তিনি তার বক্তব্যে বলেন একজন শিক্ষক জাতি গঠনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে। আমরা আমাদের শিক্ষার মাধ্যমে যদি শিক্ষার্থীদের সুন্দর ভাবে গড়ে তুলতে পারি তাহলেই আমাদের সফলতা। শিক্ষকরা সব সময় সম্মান পাওয়ার অধিকার রয়েছে। শিক্ষকদের বেতন বহুলাংশে বৃদ্ধি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, আমাদের দেশের সরকার ইচ্ছে করেই শিক্ষাকে দু ভাগে ভাগ করে দিয়েছে সরকারি-বেসরকারি। বর্তমান অন্তরবর্তী সরকারের কাছে থেকে সফলতা আদায় করা সম্ভব নয়। আমরা শিক্ষকরা ঐক্যবদ্ধ নয়। পরবর্তী সরকারের কাছে আমাদের ঐক্যবদ্ধ ভাবে অধিকার আদায়ের লড়াই করতে হবে। দেশ এবং জাতীকে গড়ার জন্য আমাদের ভুমিকা রাখতে হবে।আমাদের মধ্য থেকে ঐক্যবদ্ধ হয়ে সফলভাবে অধিকার আদায়ের লক্ষে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোক।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলার সভাপতি -অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হারুন আর রশিদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ- সভাপতি মোঃ শাহ আলম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ চাদপুর জেলা সভাপতি মাওলানা সগীর আহমদ, সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ খান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন হাজীগঞ্জ উপজেলর সভাপতি মাওলনা আবু বকর মাহমুদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ চাদপুর জেলা সভাপতি মোঃ নাছির উদ্দীন প্রমূখ।
স্টাফ করেসপন্ডেট/
৫ অক্টোবর ২০২৫

