রাতের মধ্যে পাঁচ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের সতর্কতা – DesheBideshe

রাতের মধ্যে পাঁচ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের সতর্কতা – DesheBideshe

রাতের মধ্যে পাঁচ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের সতর্কতা – DesheBideshe

ঢাকা, ০৬ অক্টোবর –  রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৬ অক্টোবর ২০২৫



Explore More Districts