বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,দেশের মানুষ এবার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায়।আর সেই পরিবর্তনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে।কারণ ৫৪ বছরের রাষ্ট্র ক্ষমতায় যারাই এসেছেন তারা শুধু দেশের মানুষদেরকে ধোঁকা দিয়েছেন।
রোববার(৫ অক্টোবর)রাতে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাসনাজী গ্রামে অধ্যাপক আব্দুল হান্নানের (দাঁড়িপাল্লার) সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
ওয়ার্ড জামায়াতের সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে রুবেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, সেক্রেটারি মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজুর রহমান বাবুল, ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মজিদ মেম্বার ও ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আমিনুর রহমান রানু।
উপস্থিত ছিলেন, মাসুক মিয়া,আব্দুল হান্নান,তুতা মিয়া, জবেদুল ইসলাম, আপ্তাব আলী, মানিক মিয়া, আব্দুল আহাদ, ময়না মিয়,আছাব আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ।
এর আগে সন্ধ্যায় একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম গাঁও ও ৫নং ওয়ার্ডের মিরগাঁও গ্রামে আরো পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন মদরিছ ও কয়েছ আহমদের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যােগদান করেন।