ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাছিমপুর এলাকার মেসার্স সত্যরঞ্জন অ্যান্ড রনি কাটিং সেন্টার নামের কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে করে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টা ৭ মিনিটে ওই কারখানায় হঠাৎ আগুন লাগে।ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এমব্রয়ডারি কারখানার ভেতরে পোশাক কারখানার পরিত্যক্ত ঝুটসহ বিভিন্ন ধরনের মালামাল সংরক্ষিত ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।কারখানার মালিক পক্ষ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলতে পারছি না।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আমাদের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
