চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ১১ জেলে গ্রেপ্তার

চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ১১ জেলে গ্রেপ্তার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান” এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরসহ আশপাশের নদ-নদীতে অভিযান চালিয়েছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, ৫ অক্টোবর সকাল থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় ২৭ লাখ ১ হাজার মিটার অবৈধ জাল, জব্দ করা হয় ২৪১ কেজি ইলিশ মাছ ও ৬টি মাছ ধরার নৌকা। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নদীতে যারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য হলো—মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।”

তিনি আরও জানান, জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ করেসপন্ডেট/ ৬ অক্টোবর ২০২৫

Explore More Districts