সারা দেশের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইপিআই টিকাদান, টিসিভি ক্যাম্পেইন, অনলাইন রেজিস্ট্রেশন, রিপোর্ট রিটার্নসহ সব ধরনের অনলাইন ও অফলাইন কার্যক্রম বন্ধ থাকে।
এসময় বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী দিবাংশুগুনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য সহকারী মোঃ মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা তাদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন।
বক্তারা বলেন, “আমরা বছরের পর বছর মাঠে কাজ করে যাচ্ছি, মানুষের ঘরে ঘরে গিয়ে টিকা দিচ্ছি, ঝুঁকিপূর্ণ অবস্থায় দায়িত্ব পালন করছি। কিন্তু এখনো আমাদের দাবি-দাওয়া কেবল আশ্বাসেই সীমাবদ্ধ। দেখার কেউ নেই!”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী জয়ন্ত কর, সুব্রত দেব (সুমন), দেলোয়ার হোসেন, সুধাংশু দেবনাথ, যীশু দাস, রুহুল আমিন, সাগর দাস, বজলুর রহমান, রেবেকা সুলতানা,সুমাইয়া আক্তার (দিনা), সতী সরকার, সজল দেবনাথ, কায়েস মিয়া, খসরু মিয়া, পিযুষ কান্তি দেব, হ্যাপী রাণী পাল, খেলা রাণী রায়, সীমা চন্দ, রিপন আচার্য, চুমু আচার্য, মোশাইদ আলী, জুনাইদ আহমদ, মিশু দাস ও সোমা দাস, শিল্টু রঞ্জন দত্ত, উর্মিলা রানী দাস,আরজ আলী,আব্দুল কবির প্রমুখ।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে যাচ্ছি, কিন্তু প্রশাসন কেবল আশ্বাস দিয়েই দায় সারছে। অবিলম্বে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা