টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের বিশ্বরেকর্ড এখন মোস্তাফিজের দখলে – DesheBideshe

টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের বিশ্বরেকর্ড এখন মোস্তাফিজের দখলে – DesheBideshe

টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের বিশ্বরেকর্ড এখন মোস্তাফিজের দখলে – DesheBideshe

ঢাকা, ০৫ অক্টোবর – বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান আবারও লিখেছেন ইতিহাস। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তিনি গড়েছেন এক বিশ্ব রেকর্ড—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড এখন মোস্তাফিজের দখলে।

শারজায় শুরু হওয়া বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলাতেই মাঠে নেমেছেন মোস্তাফিজ। এই দুই ম্যাচ মিলিয়ে ৮ ওভারে (৪৮ বল) দিয়েছেন ১৭টি ডট। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর মোট ডট বল দাঁড়িয়েছে ১১৪২, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদির, যার ডট বল সংখ্যা ছিল ১১৩৮। অর্থাৎ মাত্র চার বলের ব্যবধানে শীর্ষে উঠেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

সিরিজের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট, দেন ১০টি ডট বল। তবে দ্বিতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি—৪ ওভারে ৪০ রান খরচ করেন, পাননি কোনো উইকেট। তবু শেষ মুহূর্তে নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ‘কাটার মাস্টার’। ইনিংসের শেষ পাঁচ ওভারের মধ্যে দুই ওভারে দেন ১৬ রান, ডট দেন ৪টি। এই নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমেই তিনি পেছনে ফেলেন টিম সাউদিকে।

ডট বলের রেকর্ড তালিকা (আন্তর্জাতিক টি-টোয়েন্টি)

মোস্তাফিজুর রহমান — ১১৪২

টিম সাউদি — ১১৩৮

সাকিব আল হাসান — ১০৭৮

আদিল রশিদ — ৯৮৮

রশিদ খান — ৯৮৪

ডট বলে শীর্ষে থাকলেও, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের তালিকায় মোস্তাফিজ আছেন তৃতীয় স্থানে (১৫২ উইকেট)। এই তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান (১৭৯ উইকেট), এরপর টিম সাউদি (১৬৪)।

বাংলাদেশের আরেক কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান ১০৭৮ ডট বল দিয়ে আছেন তৃতীয় স্থানে। তবে তিনি এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বাইরে রয়েছেন। ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২৯ ম্যাচ খেলে ৬.৮১ ইকোনমিতে নিয়েছেন ১৪৯ উইকেট।

রশিদ খান যদিও সর্বোচ্চ উইকেট শিকারি, তবে ডট দেওয়ার দিক থেকে কিছুটা পেছনে। চলমান বাংলাদেশ সিরিজে তিনি ৫.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট, কিন্তু ডট বলের দিক থেকে এখনও আছেন পঞ্চম স্থানে।

মোস্তাফিজের এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক। তাঁর ধারাবাহিক সাফল্য আবারও প্রমাণ করছে—বাংলাদেশ এখনও ডেথ ওভারে ভরসা রাখে এক কাটার মাস্টারের ওপর।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৫ অক্টোবর/ ২০২৫



Explore More Districts