কাঁঠালিয়ায় ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

কাঁঠালিয়ায় ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

৫ October ২০২৫ Sunday ৯:১৩:৩৬ PM

Print this E-mail this


কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

কাঁঠালিয়ায় ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে (১৭) ঢাকা থেকে কাঁঠালিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকার সামনের সড়ক থেকে কাঁঠালিয়া থানার এসআই আল-আমীনের নেতৃত্বে ঢাকা কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

১৭ বছরের ওই কিশোর উপজেলার এক গ্রামের কাঠমিস্ত্রী আবদুল কুদ্দুস খানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ১৩ বছরের প্রতিবন্ধী শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। মেয়ে ঘরে একা থাকে। সে সুযোগে বিভিন্ন প্রলোভনে গত ১৫ মার্চ বাড়ির পাশের একটি বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে একই এলাকার ওই কিশোর। পরে আরও একাধিকবার ধর্ষণের শিকার হয় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করলে কিশোর পালিয়ে যায়।

ওসি মংচেনলা আরও জানান, ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts