কাউখালীতে৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কাউখালীতে৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

৪ October ২০২৫ Saturday ৭:৫৯:০৫ PM

Print this E-mail this


বন্ধ টিকাসেবা

কাউখালীতে৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন।

শনিবার (৪ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এবং মানববন্ধন করে কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাউখালী উপজেলা শাখার সদস্যরা।

সকালে কর্মবিরতি চলাকালীন এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল মামুন,কাউখালী উপজেলা শাখার সভাপতি গোলাম রাব্বানী খান রনি, পিরোজপুর জেলা শাখার কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রীতা হালদার প্রমুখতাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts