ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি নোয়াদ্দা এলাকার সরু রাস্তায়। সেই স্নিগ্ধ সকালের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসে শিশুদের খিলখিল হাসি। কেউ বই হাতে, কেউ ব্যাগ কাঁধে, কেউ–বা বন্ধুর হাত ধরে ছুটে চলেছে স্কুলের দিকে। তাদের চোখে কৌতূহলের ঝিলিক, যেন কোনো গুপ্তধনের খোঁজে রওনা হয়েছে।
সম্প্রতি এক সকালে রিয়াজ পাবলিক স্কুলে গেলে এমন চিত্র চোখে পড়ে। স্কুলটির অবস্থান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জের নোয়াদ্দা এলাকায়। স্কুলটি শুধু ইট-কাঠের ভবন নয়, বরং নতুন আশার প্রতীক। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের শিশুরা মাসে মাত্র ৩০০ টাকায় এখানে উন্নত মানের শিক্ষা পাচ্ছে। সঙ্গে বিনা মূল্যে মিলছে ইউনিফর্ম, জুতা, ব্যাগ, বইপত্র। শিশুদের কাছে এই বিদ্যালয় যেন স্বপ্নের সিঁড়ি।