আমতলীতে স্কুলছাত্রী নিয়ে উধাও শিক্ষক! ফেসবুকে সন্তানের পোস্ট

আমতলীতে স্কুলছাত্রী নিয়ে উধাও শিক্ষক! ফেসবুকে সন্তানের পোস্ট

৩ October ২০২৫ Friday ১২:৩০:৩৮ PM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে স্কুলছাত্রী নিয়ে উধাও শিক্ষক! ফেসবুকে সন্তানের পোস্ট

বরগুনার আমতলী উপজেলায় নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) নামে এক স্কুলশিক্ষক দশম শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই শিক্ষকের ৮ বছরের ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টে শিশু আরহাম তার বাবাকে উদ্দেশ করে লিখেছে— বাবা, তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? 

আরহাম লেখে- জন্মের পর থেকে আমাকে নিয়ে তুমি কোলে কোলে ঘুরাতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন? 

নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে আরহাম লেখে- আমরা কী খাব, কিভাবে পড়াশোনা করব, তুমি কি একবারও ভাবনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণিসম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নাদিম স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

নাদিম দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন। এ সময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রীকে নিয়ে উধাও হন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts