কালুখালীতে রেললাইনে আটকে পড়া নসিমনের সাথে চলন্ত ট্রেনের ধাক্কা |

কালুখালীতে রেললাইনে আটকে পড়া নসিমনের সাথে চলন্ত ট্রেনের ধাক্কা |

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের তালতলায় অবস্থিত অবৈধ লেভেল ক্রসিং (অবৈধ রেলগেট) -এ একটি নসিমন রেললাইনে আটকে গেলে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেটি মালামালসহ পাশের ভাগাড়ে ছিটকে পড়ে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোমল পানীয় ভর্তি একটি নসিমন তালতলা রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক নসিমনটি চালু করতে ব্যর্থ হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

Explore More Districts