কুরআন ও দ্বীনি শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা প্রয়োজন

কুরআন ও দ্বীনি শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা প্রয়োজন

১ October ২০২৫ Wednesday ৯:১২:৪১ PM

Print this E-mail this


ইউএনও মো. আলী সুজা

কুরআন ও দ্বীনি শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা প্রয়োজন

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল):বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল করীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানা-এর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২৯ সেপ্টেম্বর (রোববার) রাতে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন মুহতামিম মাওলানা শাইখুল হাদীস আল্লামা আব্দুল মমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনিচুর রহমান শরীফ, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আবুল বাশার, সহকারী পরিচালক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আবদুর রহমান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আলী সুজা বলেন,“সহীহভাবে কুরআন মুখস্থ ও দ্বীনি ইলম অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার দিকেও মনোযোগী হওয়া জরুরি। এতে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts