১ October ২০২৫ Wednesday ৫:৪৩:৪০ PM | ![]() ![]() ![]() ![]() |
অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

দেবী দুর্গার বাবার বাড়িতে শেষ দিন আজ। তাইতো দেবী দুর্গা মায়ের শেষ রাত উদযাপনে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুরে বাজানো হবে মহা নবমীর ঢাক।
আজ বুধবার সন্ধ্যার পর থেকেই বিষাদের সুর ছড়িয়ে পড়বে সর্বত্র। এ বছর দুর্গার আগমন হয়েছে গজে। যার ফল স্বরূপ শস্যশ্যামলা হবে ধরিত্রী। কিন্তু দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত করছে। কারণ এ বছর দোলায় গমন করছেন দশভূজা। যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে।
ঝালকাঠি শহরের কয়েকটি পূজা মন্ডবে সরজমিনে গিয়ে পুরোহিতদের সাথে কথা বলে জানা যায়, মহা নবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হবে। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞানুষ্ঠান হবে। পুরোহিতদের মতে, মহা নবমীতে ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। এ ছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহা নবমীর বিহিত পূজা হবে।
হিন্দু ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা।দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর।
পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয় মহা নবমীকে। তাই নবমীর রাতে মণ্ডপে মণ্ডপে বাজতে থাকে বিদায়ের সুর।
আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারপর থেকে শুরু পরের বছরের অপেক্ষা….
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |