খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, ১৪৪ ধারা অব্যাহত – DesheBideshe

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, ১৪৪ ধারা অব্যাহত – DesheBideshe

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, ১৪৪ ধারা অব্যাহত – DesheBideshe

খাগড়াছড়ি, ৩০ সেপ্টেম্বর – খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা জানান জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

তিনি বলেন, যারা নিহত ও আহত হয়েছেন আমরা তাদের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের পুনবার্সনের উদ্যোগ নেয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।

ডিসি আরও বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা এড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হোক। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।

এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। পরিস্থিতি থমথমে। শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসা পর্যটকরা বেশি দুর্ভোগে পড়েছেন। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে বলে প্রশাসক জানান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts