শারদীয় দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব উদ্দিন পিপিএম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মতলব বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন বলেন, আপনারা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করবেন। কোন ধরনের শঙ্কা বা ভয় ভীতি উপেক্ষা করে শারদীয় দূর্গাপুজাগুলো পালন করবেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সারাদেশের ন্যায় মতলবেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উৎসাহ উদ্দীপনার সাথে দূর্গাপূজা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষের পরিচালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব উদ্দিন পিপিএম, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শঙ্কর রাও নাগ, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মন্দিরে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/২৯ সেপ্টেম্বর ২০২৫