চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে শ্রী পুষ্পাঞ্জলি সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসাইন।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা ভিন্ন ধর্মের মানুষ হতে পারি কিন্তু আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই। আমরা সকলেই মানুষ। এদেশের নাগরিক হিসেবে আমার আপনার, সকলের অধিকারই সমান। আপনাদের এই উৎসবের পাশে আমরা সবসময়ই আছি।
শ্রী পুষ্পাঞ্জলি সংঘের পুজা পরিষদ কমিটির সভাপতি সুধীর চন্দ্র পর্বতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. পলাশ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রোটারিয়ান গোপাল চন্দ্র সাহা, বিএনপি নেতা বাতেন চৌধুরী প্রমূখ।
এসময় পুজা উদযাপন পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে শতাধিক অসহায়দের নারী পুরুষদের মাঝে শাড়ী ও লুঙ্গি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ সেপ্টেম্বর ২০২৫
 
				 
															