পূবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু – Daily Gazipur Online

পূবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু – Daily Gazipur Online

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন গাজীপুর গাউছিয়া বাইপাস সড়কের আমতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দু’জন একই মোটরসাইকেলের যাত্রী ছিলেন। সোমবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর জেলার পূবাইল থানাধীন তালটিয়া এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৬) এবং আরেকজন হলেন একই গ্রামের তালটিয়া এলাকার মৃত সামসুজ্জামান এর ছেলে লিখন (২১)। সে মোবাইল কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিল ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উলুখোলা থেকে মিরের বাজার এলাকায় আসার সময় বেপরোয়া ও দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় অসাবধানতাবশত রাস্তার ডিভাইডারে লাগিয়ে দিলে মোটরসাইকেল আরোহী দুইজনেই ডিভাইডারের সাথে উপরোক্ত ঘটনাস্থলে বাড়ি খেয়ে মাথায় আঘাতে পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ দুর্ঘটনায় তারা কোনো অভিযোগ বা মামলা করবেন না।

Print Friendly, PDF & Email

Explore More Districts