হাজীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে বৈদ্যুতিক সর্টে বসতঘরে আগুন পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

২৯ সেপ্টেম্বর সোমবার সকালে  উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা কাজী বাড়ীতে দিনমজুরসহ নিঃস্ব দুইটি পরিবারকে নগদ টাকা ও অনুদানের ব্যবস্থা করবেন বলে আস্থা রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান। এসময় ক্ষতিগ্রস্ত পরিবার ইউএনও কাছে তাদের ক্ষতির বর্ননা তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ডাটরা শিবপুর কাজী বাড়ীর মৃত আব্দুল বারেক মাস্টারের দুই ছেলে বাবুল ও বিপুলের দুইটি বসতঘর ও দুইটি রান্নাঘর’সহ মোট ৪ টি ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়।

জানা গেছে, এদিন রাতে বিপুলের বসতঘরে আগুন লাগে এবং ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে বাবুলের বসতঘরে আগুন ছড়িয়ে পাড়ে। এসময় দুই পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে তারা মসজিদে মাইকিং করে এলাকার লোকজনকে জানান দেন।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু আগুনের ভয়াবহতায় বসতঘরের ধারে-কাছেও কেউ যেতে না পারায় চারটি ঘর পুড়ে ভস্মীভূত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে  সহযোগিতা করা জন্য অনুদানের ব্যবস্থা করা হবে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/২৯ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts