বিএনপি ক্ষমতায় আসলে দাউদকান্দিকে জেলায় রূপান্তর করা হবে: ড. খন্দকার মারুফ হোসেন

বিএনপি ক্ষমতায় আসলে দাউদকান্দিকে জেলায় রূপান্তর করা হবে: ড. খন্দকার মারুফ হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এর পক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯নং পশ্চিম মোহাম্মদপুর ইউনিয়ন, বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার মালাখালা বাজার সংলগ্ন মাই ড্রীম মডেল একাডেমি স্কুলের মাঠে এ আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয় ।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হাসান তালুকদারের পরিচালনায় ও সার্বিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।

এ সময় তিনি বলেন, দাউদকান্দিতে আমার বাবা মন্ত্রী থাকাকালীর ব্যাপক উন্নয়ন করেছে। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

তিনি আরো বলেন,কয়েকদিনের মধ্যেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বিভাগ হলে বিএনপি ক্ষমতায় আসলে দাউদকান্দিকে জেলায় রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, সদস্য সচিব ও ভিপি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী সরকার, মোহাম্মদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলী আকবর ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কুদ্দুস মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন মোল্লা, সাবেক ছাত্র নেতা মো. সালাউদ্দিন ভূঁইয়া শাহিন প্রমুখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/ ২৮ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts