স্বরূপকাঠীতে গাছ কাটার রশিতে ফাঁস লেগে চলন্ত মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

স্বরূপকাঠীতে গাছ কাটার রশিতে ফাঁস লেগে চলন্ত মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২৮ September ২০২৫ Sunday ৩:৩০:১৯ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

স্বরূপকাঠীতে গাছ কাটার রশিতে ফাঁস লেগে চলন্ত মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার সদর ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামের এক যুবক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মোহাম্মদ তানিম হোসেন (২০)। তিনি পানাউল্লাপুর নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার সকালে পিরোজপুর যাওয়ার উদ্দেশ্য তানিম ও আনিসুর রহমান নামে দুই যুবক বাড়ী থেকে মটরসাইকেলে বের হয়। তারা মটরসাইকেল নিয়ে উপজেলার শেহাংগল এলাকায় পৌছায়। এসময় ওই সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিল। তারা গাছ নামানোর জন্য রাস্তায় আড়াআড়িভাবে রশি বাধে। এসময় চলন্ত মটরসাইকেলের চালক রশি দেখে মাথা নিচু করে কিন্তু পিছনের আরোহী তানিম রশি খেয়াল করেনি। একারনে সে ওই রশিতে পেচিয়ে গাড়ী থেকে রাস্তায় পড়ে যায়। এতে তানিমের নির্মম মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো: রায়হান ফয়সাল বলেন, গাড়ীটি শেহাংগল এলাকায় পৌছে। রাস্তায় আড়াআড়ি রশি দেখে গাড়ির চালক আনিছ মাথা নিচু করে। পিছনের আরোহী তানিম তা খেয়াল করতে না পেরে গলাশ রশি পেচিয়ে গাড়ী থেকে রাস্তায় লুটিয়ে পড়ে।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার লিমা আক্তার জানান, ওই যুবককে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে। তার মাথায় প্রচুর আঘাত পেয়ে অনেক রক্তক্ষরন হয়েছে। হয়তো এতেই তার মৃত্যু হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. বনি আমিন জানান, “আমরা খবর পেয়ে হাসপাতালে লাশের কাছে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।” এদিকে তানিমের

মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts