কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত দুই

কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত দুই

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ফের শুরু হয়েছে বন্দুকযুদ্ধ। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই বিচ্ছিন্নতাবাদী।

কাশ্মীরে বন্দুকযুদ্ধকাশ্মীরে বন্দুকযুদ্ধ

এদিন বিকেলে ভারতের সেনাবাহিনী বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, নিহতদের মরদেহ নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছাকাছি পড়ে রয়েছে। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে চলছে চিরুনি অভিযান।

সেনা সূত্রে জানা গেছে, রোববার কুপওয়ারার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সন্দেহভাজন দুই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে তারা অভিযানে নামে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ওই দুই ব্যক্তি। পাল্টা গুলি চালালে দু’জনই ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার— দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান

উল্লেখ্য, এর আগে চলতি সেপ্টেম্বরের শুরুতে জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলায়ও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় দুই ব্যক্তি। সে ঘটনায় ভারতের দুই সেনা সদস্যও প্রাণ হারান।

সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ

Explore More Districts