কোম্পানীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালন

কোম্পানীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালন

কোম্পানীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালন

‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

শনিবার সকাল ১১টায় সাদাপাথর পর্যটন বাজারে মেঘের বাড়ি রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে সাদাপাথর পর্যটন বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে পর্যটনঘাটে এক র‍্যালী এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন স্থানে ময়লার ঝুড়ি রাখেন উপজেলা প্রশাসন।

এ দিন দিবসটি উপলক্ষে সাদাপাথরে আগত পর্যটকদের জন্য নৌকা ভাড়ায় ২৫% ছাড়, প্রতিবন্ধী ও শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রী করে দেয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

উপজেলা প্রশাসনের নাজির ময়নুল হকের পরিচালনায় সভায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

পর্যটন দিবসের বিভিন্ন কর্মসূচিতে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন সেখ, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ অভিরঞ্জন দেব, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান মো. জিয়াদ আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান মন্নাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সাংবাদিক আব্দুল জলিল, ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক কবির আহমদ, সাদাপাথর পর্যটন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল আহমদ, সিনিয়র সহ সভাপতি লিটন আহমদ, সাদাপাথর পর্যটন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সফাত উল্লাহ, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির উপস্থিত ছিলেন।

Explore More Districts