চন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর – দৈনিক আজাদী

চন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর – দৈনিক আজাদী

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক বাইসাইকেল আরোহীর।

তার নাম মহিবুল ইসলাম (১৬)। এ ঘটনায় তুষার (১৮) নামে আরো এক বাইসাইকেলে আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটি ভাংচুর করে। এসময় প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রামগামী টয়েস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে ২ টি বাইসাইকেলকে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী মহিবুল ইসলাম ও তুষার গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কেলজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মহুবুলকে মৃত ঘোষণা করেন এবং তুষারকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটি ভাংচুর করে।

খবর পেয়ে চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে একদল সেনা সদস্য ও দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে মহাসড়কে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহত মহিবুল চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড খুনিয়ারপাড়ার ফখরুদ্দিন চৌধুরীর ছেলে এবং আহত তুষার একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

Explore More Districts