বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ কোন গোষ্ঠি নেই: এ্যাড. ফয়সাল খান
২৮ September ২০২৫ Sunday ৭:৫৪:৫৬ PM
অমিত বনিক অপু, জেলা প্রতিনিধি:
ঝালকাঠি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির সকল সনাতন ধর্মাবলম্বীদের ‘শারদীয়া শুভেচ্ছা‘ জানিয়েছেন জেলা জজ কোর্টের সহ: পাবলিক প্রসিকিউটর ও রেসকিউ ‘ল’ ফার্মের প্রতিষ্ঠান প্রধান অ্যাডভোকেট ফয়সাল খান। শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ কোন গোষ্ঠি নেই।” একজন সৎ, মানবিক, নির্ভীক ও নীতিপরায়ণ ব্যক্তির ‘শারদ শুভেচ্ছা’ সাদরে গ্রহণ করেছে জেলার সনাতন ধর্মাবলম্বীরা। সৎ ও মানবিক অ্যাডভোকেট হিসেবে খ্যাতি ছড়ানোর পাশাপাশি উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঝালকাঠির সনাতন ধর্মাবলম্বীসহ সকল স্তরের মানুষের মধ্যে। তিনি শহরের বেশ কয়েকটি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকের সাথে দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাদের মাধ্যমে সকল সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এ ব্যাপারে রেসকিউ ’ল’ ফার্মের প্রধান এ্যাড. মো: ফয়সাল খান বলেন আরো বলেন “বাংলাদেশ আমাদের সবার, সবাই মিলে একটি সুখী সমৃদ্ধি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো, এখানে কোন ভেদাভেদ হবে না। আমরা সবাই বাংলাদেশী, এদেশে আমাদের জন্ম এদেশ আমাদের সবার।” অমিত বনিক অপু ঝালকাঠি প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্ত বাড়ছে, তহবিল পেলেই ৬ লেনের কাজ শুরু
বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা
বরিশাল বিভাগের যেসব আসনে শক্ত অবস্থানে জামায়াত ও ইসলামী আন্দোলন
দুর্গাপূজায় বরিশালে র্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং
বরিশাল ৫: জামায়াত-ইসলামি আন্দোলনের একক প্রার্থী, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি