ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা এক ও ঐক্যবদ্ধ : মোস্তফা খান সফরী

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা এক ও ঐক্যবদ্ধ :  মোস্তফা খান সফরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরী বলেছেন, শুধু বিষ্ণুপুর ইউনিয়ন নয়, চাঁদপুরবাসী সবচেয়ে বড় দুঃখ হল নদী ভাঙ্গন। এই ভাঙ্গন প্রতিরোধে সামান্য জিও ব্যাগ বা বালু দিয়ে কাজ হবে না। এজন্য প্রয়োজন স্হায়ী বাঁধ নির্মাণের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। আগুনে পুড়ে গেলে ছাই থাকে কিন্তু নদী ভাঙ্গলে কিছুই থাকে না। তাই নদী ভাঙ্গন যে কতটা ভয়াবহ এবং কতটা দুঃসহ স্মৃতি বহন করে, তা শুধু সংশ্লিষ্ট পরিবারই বলতে পারে। যা আমি নিজেই নিজের চোখে দেখেছি। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার বাড়ি সফরমালী, আমার নিজের চোখে ভাঙ্গন দেখেছি, নদী ভাঙ্গনের ফলে একটি পরিবার কতটা নিঃস্ব হয় সেটা শুধু ঐ পরিবার ছাড়া অন্য কাউকে বুজানো যায় না।

তিনি বলেন, আমি দীর্ঘ ৪২ বছর যাবত বিএনপি রাজনীতি করে আসছি তাই আমি এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো । দল মনোনয়ন দিলে আপনাদের নিয়ে নির্বাচন করবো। আর যদি দল আমাকে মনোনয়ন না দেয়, যাকে মনোনয়ন দেবে, দলের প্রতীক ধানের শীষের বিজয নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করবো।

দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, দল যাকে মনোনয়ন দেয়, তাঁকে ও দলের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা এক ও ঐক্যবদ্ধ।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী এলাকায় নদী ভাঙ্গন স্হান পরিদর্শন ও স্হানীয় বিএনপি আয়োজিত দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্থানীয় বিএনপি নেতা মুন্নাফ বকাউলের সভাপতিত্বে ও বিএনপি নেতা জাকির খানের পরিচালনায়, বক্তব‍্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বশির পারভেজ, জেলা যুবদলের কর্মসংস্থাপন বিষয়ক সম্পাদক আবু আহমেদ, স্থানীয় বিএনপি নেতা মামুন মাষ্টার, রাসেল খান প্রমুখ।

পথসভা শেষে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী দামোরদী নদী ভাঙ্গন পরিদর্শন করেন। এরপর তিনি একই এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে যান। সেখানে স্থানীয় পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।সেখানে তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিএনপির রাজনীতি করি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন- ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উৎসব সম্পন্ন করতে সনাতন ধর্মের মানুষদের পাশে থাকার জন্য। হিন্দু মুসলিমসহ সকল ধর্মে মানুষের মাঝে যে সম্প্রীতি- সোহার্দ্য রয়েছে, তা যেন কোন পতিত অপশক্তি নাসাক্ষাৎ করতে না পারে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/ ২৭ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts